বিচার বিভাগীয় সংস্কার ঠেকাতে ৭ম সপ্তাহের মতো ইসরায়েলে হলো জোরালো আন্দোলন। দেশটির গুরুত্বপূর্ণ সব শহরের রাজপথ ছিলো অর্ধ-লক্ষের বেশি মানুষের দখলে। টাইমস অব ইসরায়েলের খবর।
আরো পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিক্ষোভকালে জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। রাজধানী তেল আবিব ছাড়াও গুরুত্বপূর্ণ সব শহরের হাইওয়ে অবরুদ্ধ করে রাখে তারা। বিভিন্ন এলাকার অস্থায়ী মঞ্চ থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর ২০১২ সালের একটি ভিডিও প্রচার করা হয়। যেটিতে তিনি বলেছিলেন, আইনের সংস্কার মানে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করছে প্রশাসন। দেশটির কট্টর ডানপন্থী সরকার স্বৈরাচার কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। সেই সাথে বলেন, মসনদে বসেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর প্রস্তাব তোলেন নেতানিয়াহু। একইসাথে ছিল পার্লামেন্টের এখতিয়ার বাড়ানোর কথাও। তাতে যেকোনো আইন পাস বা নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না আদালত।