সোলাইমানকে ফোনেও পাচ্ছেন না তার স্বজনরা।তরুণীর ভাষ্য অনুযায়ী, ছয় মাস পূর্বে তাদের বিয়ে হয়। এরপর সোলাইমান একা বাড়িতে একা চলে আসেন এবং মোবাইলের সিম পরিবর্তন করেন। এ বিষয়ে তরুণী গণমাধ্যমকর্মীদের বলেন, তার সাথে বেতাগীর মোকামিয়ার সোলাইমানের প্রথমে মোবাইলে পরিচয়, এরপর প্রেম এবং প্রেম থেকে ছয় মাস পূর্বে বিয়ে হয়।পরে সাংবাদিকরা ছেলের বাড়িতে গিয়ে একই তথ্য পান। তারা জানতে পারেন, সোলাইমানের সাথে ভুক্তভোগী নারায়ণগঞ্জের তরুণীর ফেসবুকে পরিচয়, পরিচয়ের পর প্রেম হয়। আর সেই প্রেম থেকেই বিয়ে।স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তরুণীকে তার সোলাইমানের বাবা-মায়ের আশ্রয়ে গত সপ্তাহে রবিবার বিকাল থেকে থাকতে দেওয়া হয়।তবে তারা সোলাইমানের কোনো খোঁজ জানাতে পারেননি।
One thought on "স্বামীর অধিকার নিয়ে চারদিন ধরে ‘স্বামীর’ বাড়িতে অবস্থান করছে তরুণী"