রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে জনপথ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রিসেপ তাইয়েপ এরদোয়ানের কুশল বিনিময়
জানা যায়, এক সিএনজিচালিত অটোরিকশা চালক জাকিরকে হাসপাতালে নিয়ে আসেন।জাকিরের বোন বেলী আক্তার বলেন, সকালে মোবাইলে জানতে পেরেছি বাসের ধাক্কায় ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।জানা যায়, জাকির হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায়। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন।ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে সকাল ৪টায় সময় হাসপাতালে আনা হয়। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।
One thought on "রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে যুবক নিহত"