নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার
-
আপডেট সময় :
Wednesday, March 8, 2023
-
62
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর তামিম হাসান শুভ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে কুড়িকুনিয়া গ্রামের কংস নদের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুড়িকুনিয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
আরো পড়ুন: ৫০ রানের বড় জয় বাংলাদেশেরএলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মার্চ দুপুর থেকে শুভকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন সোহেল মিয়ার বাড়ির পাশে কংস নদের পাড়ে তার অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের দাদা রাশিদ মিয়া জানান, ওই শিশু প্রায়ই কংস নদের পাড়ে খেলতে যেত। তাদের ধারণা, খেলতে গিয়ে সে পাড় থেকে নিচে পড়ে যায়। পরে নদের পাড় ভেঙে সে মাটিচাপা পড়ে মারা যায়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরো পড়ুন: থামছে না স্বজনদের কান্না
Please Share This Post in Your Social Media
More News Of This Category
One thought on "নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার"