June 4, 2023, 1:39 pm
শিরোনামঃ
সাত দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিক লীগকর্মীকে কুপিয়ে জখম রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন নামে যুবক নিহত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রিসেপ তাইয়েপ এরদোয়ানের কুশল বিনিময় বিদায়ী ম্যাচে হেরে পিএসজি ছাড়লেন মেসি-রামোস নতুনদের নিয়ে এরদোয়ানের মন্ত্রিসভা গঠন আজ ‘জাতীয় চা দিবস’ দেওয়া হবে জাতীয় চা পুরস্কার স্বামীর অধিকার নিয়ে চারদিন ধরে ‘স্বামীর’ বাড়িতে অবস্থান করছে তরুণী দেশে ফিরেছেন ভুক্তভোগী ১২ নারী কর্মী রাজধানী ঢাকাসহ সারাদেশে পুরো সপ্তাহ জুড়ে থাকবে তীব্র তাপপ্রবাহ

অবস্থার উন্নতি হয়েছে কুমার বিশ্বজিতের ছেলের

  • আপডেট সময় : Thursday, February 16, 2023
  • 63
কানাডার টরোন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। আহত নিবিড় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার দে নিবিড় এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে জানায় বিভিন্ন মাধ্যম।

আরো পড়ুন: ভূমির চুমুর ভিডিও ভাইরাল

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় শহরের হাইওয়ে ফোর টু সেভেনে এ দুর্ঘটনা হয়। দ্রুত গতিতে আসা চার বাংলাদেশি শিক্ষার্থী বহনকারী গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে তাতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

খবর পেয়ে দ্রুত কানাডায় গেছেন গায়ক কুমার বিশ্বজিৎ। বর্তমানে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় কুমার। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। হার্ট ও পালস দুটোই ভালো আছে। আরও একটি বড় সার্জারি হবে। এরপর অনেকটাই শঙ্কামুক্ত হবেন নিবিড়।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘ওর শরীর আগের থেকে কিছুটা ভালো। আরেকটা বড় অপারেশন হবে। আপনারা সকলেই দোয়া ও পারররথনা করবেন।

দুর্ঘটনা প্রসঙ্গে টরেন্টো পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, টরন্টোর স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গাড়িটি চালাচ্ছিলেন নিবিড়। আরোহী ছিলেন শাহরিয়ার, অ্যাঞ্জেলা ও আরিয়ান। খুব দ্রুতগতিতে চলার কারণে এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠতে টার্ন নেওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি হাইওয়ের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই দুজন আরোহী মারা যান।

হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহত তিনজনও বাংলাদেশ থেকে কানাডায় পড়াশোনা করতে গেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় টরন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved © 2023 weeklykhaborakhabor.com
Customized By BD IT HOST