কানাডার টরোন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। আহত নিবিড় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার দে নিবিড় এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে জানায় বিভিন্ন মাধ্যম।
আরো পড়ুন: ভূমির চুমুর ভিডিও ভাইরাল
সোমবার (১৩ ফেব্রুয়ারি) কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় শহরের হাইওয়ে ফোর টু সেভেনে এ দুর্ঘটনা হয়। দ্রুত গতিতে আসা চার বাংলাদেশি শিক্ষার্থী বহনকারী গাড়িটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেলে তাতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
খবর পেয়ে দ্রুত কানাডায় গেছেন গায়ক কুমার বিশ্বজিৎ। বর্তমানে টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় কুমার। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। হার্ট ও পালস দুটোই ভালো আছে। আরও একটি বড় সার্জারি হবে। এরপর অনেকটাই শঙ্কামুক্ত হবেন নিবিড়।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘ওর শরীর আগের থেকে কিছুটা ভালো। আরেকটা বড় অপারেশন হবে। আপনারা সকলেই দোয়া ও পারররথনা করবেন।
দুর্ঘটনা প্রসঙ্গে টরেন্টো পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, টরন্টোর স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গাড়িটি চালাচ্ছিলেন নিবিড়। আরোহী ছিলেন শাহরিয়ার, অ্যাঞ্জেলা ও আরিয়ান। খুব দ্রুতগতিতে চলার কারণে এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠতে টার্ন নেওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি হাইওয়ের দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই দুজন আরোহী মারা যান।
6 thoughts on "অবস্থার উন্নতি হয়েছে কুমার বিশ্বজিতের ছেলের"